ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নতুন লুকে রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ফুটবল জগতের অনন্য এক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি একজন স্টাইলিস্টও বটে। এক সময় তার দেখাদেখি চুলের স্টাইল করেছেন অনেকেই। কিন্তু নতুন বছরে রোনালদো নিয়েছেন অন্য এক সাজ। বড়দিনের ছুটি কাটিয়ে গতকাল মঙ্গলবারই প্রথম অনুশীলন শুরু করল জুভেন্টাস। সেই অনুশীলনে দেখা যায় রোনালদোর নতুন চুলের স্টাইল।

মাথার উপরে ঝুঁটি বেঁধে অনুশীলনে নেমেছিলেন রোনালদো। তাতে রোনালদোকে অন্যরকমই মনে হচ্ছে। যদিও সাবেক সতীর্থ গ্যারেথ বেলের ঝুঁটির সঙ্গে অনেকটা মিল রয়েছে। এই ছবিই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। রোনালদোর চুলের এই স্টাইল নিয়ে ভক্তদের তীর্যক মন্তব্যও করতে দেখা যায়।

সিআর সেভেনের নতুন কেশসজ্জার ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়ে যায় ভক্তদের আলোচনা। এদেরই একজন ঝুঁটি বাঁধা রোনালদোর ছবি টুইট করে লেখেন, ‘মাদ্রিদের বাইরে যেতে পারে রোনালদো। কিন্তু গ্যারেথ বেলের থেকে বিচ্ছিন্ন হয়ে নয়।’ 

আবার কেউ লিখেছেন, ‘খেলার উৎকর্ষ কমেছে। তাই খবরের শিরোনামে থাকার চেষ্টা।’ অন্য আরেকজন লিখেছেন, ‘রোনালদো এখন বেলের মতোই।’ কারও প্রতিক্রিয়া, ‘রোনালদো, দয়া করে বেল হয়ে যেও না।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি