ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

নদীয়ায় বড় অঙ্কের বাংলাদেশি নোট জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বড় অঙ্কের বাংলাদেশি নোট উদ্ধার করল বিএসএফ। প্রায় ১২ লাখ টাকা। ভারতের নদীয়ার হাটখোলা থেকে এই বিপুল পরিমাণ নোট উদ্ধার হয়েছে।

তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। জানা গেছে, বৃহস্পতিবার ওই এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল সেনা। আর তখনই এক ব্যক্তির আচরণে সেনা জওয়ানদের সন্দেহ হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকেই মিলেছে ওই বিপুল অঙ্কের টাকা।

উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে ১০০০, ৫০০ এবং ১০০ টাকার নোট। সমস্ত টাকাটাই আপাতত  কাস্টমসের কাছে রাখা রয়েছে।

সীমান্ত দিয়ে এভাবে টাকা পাচার মোটেই নতুন কিছু নয়। মাঝে মধ্যেই নজরে আসে এ ধরনের নানা বিষয়। শুধু এ বছরই এখনও পর্যন্ত ৭৬ দশমিক ৫৯ লাখ টাকা উদ্ধার করেছে বিএসএফ। শুধু টাকা নয় এভাবে  অস্ত্রও পাচার হয় বলে মনে করেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এলো তা জানার কাজ শুরু হয়েছে। কয়েকটি সূত্র ধরে চলছে তদন্ত।             

সূত্র: এনডিটিভি

একে//            


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি