ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আসছে নভেম্বরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি ২০ ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে।

বিসিবি জানায়, ক্যারিবীয় ক্রিকেটাররা আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন। ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ওয়ানডে ও টি ২০ সব ম্যাচ ডে-নাইট। প্রথম দুটি ওয়ানডে ও শেষ দুটি টি ২০ ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেষ ওয়ানডে ও প্রথম টি ২০ সিলেট স্টেডিয়ামে। ৯, ১১ এবং ১৪ ডিসেম্বর তিনটি ওয়ানডে। ১৭, ২০ এবং ২২ ডিসেম্বর তিনটি টি ২০ ম্যাচ। ২০১২ সালে শেষবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমানে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন। টেস্ট সিরিজে নাকানি চুবানি খেলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগাররা অনায়াসে জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রানে হেরে যায় ম্যাশ বাহিনী। সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবারে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি