ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নভোএয়ার-কমার্শিয়াল ব্যাংক অব সিলন চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সাথে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি রাজধানীতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এর চিফ অপারেটিং অফিসার নাজিথ মিওয়াঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির ক্রেডিট কার্ড গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ারের বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস একেএম মাহফুজুল আলম, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট করবে নভোএয়ার। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি