ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

নরসিংদীরতে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৪:৩৯, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে নিখোঁজ চার ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পশু ব্যবসায়ী রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আ: হাকিম, ফরিদ মিয়া, বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ার চর গ্রাম সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় কয়েকজন ব্যবসায়ী তীরে উঠতে পারলেও চার পশু ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। সকালে চরমধুয়া এলাকায় তাদের লাশ ভেসে উঠে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি