ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নাটোরে আবারও বেড়েছে চালের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৬ মে ২০১৭ | আপডেট: ০৯:৩২, ৬ মে ২০১৭

মাত্র পনের দিনের ব্যবধানে নাটোরে আবারও কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে সব ধরণের চালের দাম। নতুন চাল বাজারে না আসায় দাম বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে, হঠাৎ করে চালের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। নতুন ধান বাজারে আসলেই চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা।
শস্য ভান্ডার খ্যাত নাটোরের চলনবিলের বিস্তীর্ণ এলাকার প্রায় তিনহাজার হেক্টর জমির বোরো ধান ভারি বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে যায়। এমন অবস্থায় মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে চালের বাজার অস্থিতিশীল করে তুলেছে।
অবশ্য তারা বলছেন, নতুন ধানের বেশির ভাগই চিটা ও ভেজা। এ কারনে উৎপাদন কম হচ্ছে এবং দামও বেশী। এছাড়া এখনও সম্পুর্ন ধান কাটা হয়নি। তবে নতুন ধান বাজারের আসার সাথে সাথে চালের দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, একমাসের ব্যবধানে দু’দফা চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
নতুন চাল বাজারে উঠলেই দাম কমে যাবে বলে জানায় চালকল মালিক সমিততি ও জেলা বিভাগ।  
গুটি স্বর্ণা ধানের চাল পাইকারি কেজিতে ৩৮ থেকে ৪০ টাকায়, যা ক’দিন আগে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়। ৪৯ জাতের ধানের চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, বড়-ছোট দোকান ভেদে মিনিকেট বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অথচ ১০ দিন আগেও চালের প্রকার ভেদে দাম ৫ থেকে ৭ টাকা কম ছিল।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি