ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নাটোরে ট্রাক্টর উল্টে চালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় মাটি বোঝাই ট্রাক্টর উল্টে চালক রানা (২২) নিহত হয়েছেন। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দয়ারামপুর মিশ্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে দয়ারামপুর মিশ্রিপাড়া এলাকায় মাটি বোঝাই একটি ট্রাক্টর উল্টে যায়। এতে ট্রাক্টর চালক রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি