ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নানা আয়োজনে ইবিতে নবীন শিক্ষার্থীদের বরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জমকালো আয়োজনে স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় নবীনদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২ সহস্রাধিক শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। 

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থট (বিআইআইটি) এর পরিচালক ড. মোঃ আব্দুল আজিজ'সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের দিনটি নবীন শিক্ষার্থীদের জন্য স্পেশাল। আজকে আমি তোমাদের বরণ করে নিচ্ছি। তোমরা চারটি স্টেজ পার করে এখানে এসেছো। তোমাদের পিতামাতা এতদিন হাত ধরে নিয়ে গিয়েছিল শিক্ষা গ্রহণের জন্য৷ তোমাদের ফাউন্ডেশন সেখানেই গড়া হয়েছে। আজ তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো। এই ক্যারেক্টারের সাথে যুক্ত শব্দ হলো বিশ্ব। আজকে তোমরা এমন জায়গার ছাত্র যে বিদ্যালয়ের পরিচয় হলো বিশ্বমানের বিদ্যালয়।

তিনি আরও বলেন, তোমরা যে মুক্ত মন নিয়ে এসেছো, পবিত্র হৃদয় নিয়ে এসেছো এই হৃদয় নিবেদিত হবে শিক্ষার প্রতি। এর জন্য তোমাদের জন্য সবথেকে পবিত্র জায়গা তোমাদের ক্লাসরুম। আর সবচেয়ে ভালো বন্ধু হবে তোমার শিক্ষক। শিক্ষকরা সবক্ষেত্রে তোমাদের সহায়তা করবে। গুরু-শিষ্যর সম্পর্ক না থাকলে তোমরা সঠিক মানুষ হতে পারবা না। এছাড়াও তোমার সম্পর্ক রাখতে হবে লাইব্রেরির সাথে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি