ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

নাফ নদীতে আরও ১১ রোহিঙ্গার লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে আরও ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে এক নারী শিশু রয়েছে

টেকনাফ থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন খান গণমাধ্যমকে বলেন, লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এলাকাবাসীর সহায়তায় সেগুলো উদ্ধার করে। লাশগুলো বুধবার সকাল ৭টা থেকে বিভিন্ন সময় সাবরাং ইউনিয়নে নাফ নদীর শাহপরীর দ্বীপ, তুলাতলী পয়েন্ট ও বাহারছড়া সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া লাশের মধ্যে শাহপরীর দ্বীপ থেকে তিনজন, বাহারছড়া থেকে চার জন ও তুলিতুলি পয়েন্ট থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো মিয়ানমারের দিক থেকে ভেসে এসেছে বলে স্থানীয়রা তাদের জানিয়েছেন। তাদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।

এ নিয়ে গত দুই সপ্তায় ৮৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হল বাংলাদেশে। এছাড়া আরও দুই রোহিঙ্গা নারী বুধবার অসুস্থ হয়ে মারা গেছেন।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকে রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়ন চলছে। প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

 

//আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি