ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী

প্রকাশিত : ১৯:২২, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২২, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকা প্রকাশ করে আবারো  সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী। তবে বর্তমান পরিস্থিতে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থী। সেনা মোতায়েনের ব্যাপারে নাগরিক সমাজ আর সাধারণ ভোটাররাও জানিয়েছেন ভিন্ন ভিন্ন মত। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার পর নগরীতে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ১৭৬ ও নারী কাউন্সিলর পদে  ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আবারও সেনা মোতায়েনের দাবি জানালেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেনা মোতায়েনের দরকার নেই বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভি। এদিকে সেনা মোতায়েনের বিষয়ে দুই দলের প্রার্থীর সঙ্গে তাদের সমর্থকরাও দিয়েছেন ভিন্ন ভিন্ন মত। আর ত্বকী হত্যা ও সাত খুনসহ নানা কারণে আতঙ্ক কাটাতে নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদিকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন রিটার্নিং অফিসার। কাল শনিবার ও পরশু হবে মনোনয়নপত্র যাচাই বাছাই ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি