ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

নারায়ণগঞ্জে পুলিশের ধাওয়ায় নিহত ১, জনতার পিটুনিতে নিহত পুলিশ সদস্য, গঠন করা হয়েছে তদন্ত কমিটি

প্রকাশিত : ১৯:৩০, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:৩০, ৪ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যু ও জনতার পিটুনিতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানার সাব ইন্সপেক্টর আলআমীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুপুরে ময়নাতদন্ত শেষে পুলিশ কনস্টেবল আরিফুজ্জামানের মরদেহ পুলিশের কাছে এবং আব্দুল মতিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনারগাঁওয়ের রাইজদিয়ায় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে আব্দুল মতিনের মৃত্যু হয়। প্রতিবাদে গণপিটুনীতে মারা যায় এক পুলিশ কনস্টেবল।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি