ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নারী ক্রিকেটে বিশ্ব জয়ের মুকুট ইংল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৫০, ২৬ জুলাই ২০১৭

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা

Ekushey Television Ltd.

আনিয়া শ্রাবসোলের অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ভারতকে রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতলো ইংল্যান্ড নারী ক্রিকেট দল।

এ নিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। এর আগে ১৯৭৩, ১৯৯৩ ও ২০০৯ সালের বিশ্বকাপ জয় করে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা।

ইংল্যান্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিক দল ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে খেলতে নেমে ভারত ২১৯ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেটে ১৯১ রান করলেও মাত্র ২৮ রানে বাকি সাতটি উইকেট পড়ে যায় ভারতের।

ইংল্যান্ডের পক্ষে ৯.৪ ওভারে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন শ্রাবসোল আর নাটালি স্কিভার ৫১ এবং সারাহ টেইলর ৪৫ রান করেন।

//আর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি