ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নাসিক মেয়র আইভীর সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৯, ১৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। 

বুধবার সন্ধ্যা সাতটায় নগরীর দেওভোগ এলাকায় মেয়রের বাসভবনে ফুল নিয়ে সাক্ষাৎ করতে যান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। 

এ সময় মন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে তার সাথে কুশল বিনিময় করেন মেয়র আইভী। মেয়রের বাড়িতে আনন্দমুখর পরিবেশে সরকারি দলের নির্বাচিত এই দুই জনপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎকালে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাইসহ স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এ আনন্দকে ছড়িয়ে দিতে মেয়র আভীর পরিবারের পক্ষ থেকে অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।

পরে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে মেয়র আইভী টানা তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ায় দলের নেত্রী ও নারায়ণগঞ্জবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই বিজয়কে দানবের বিরুদ্ধে মানবের বিজয় বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে আইভী তার কর্ম দক্ষতা ও জনগণের অর্জিত ভালোবাসার কারণে আবারও বিজয় অর্জন করেছেন মন্তব্য করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি