ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় পুলিশের তদন্ত প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রকাশিত : ১৮:৩১, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের তদন্ত প্রত্যাখ্যান করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। তিনি বলেন, নাসিরনগরের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ না পেলেও তার বিষয়বস্তু প্রকাশিত। ঘটনার সুষ্ঠ তদন্ত হয় নি বলেও অভিযোগ দলটির। এদিকে নির্বাচন কমিশন গঠনে নিয়ে বিএনপি চেয়ারপার্সন ১৮ই নভেম্বর সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি