ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নিউ ইয়র্কের বিমানবন্দরে কয়েকটি গুলির শব্দ শোনার গুজবে টার্মিনাল সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত : ১৪:০৬, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০৬, ১৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

পরপর কয়েকটি গুলির শব্দ শোনার গুজবের পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর আট নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। স্থানীয় সময় রোববার রাতে টার্মিনালজুড়ে গুজব ছড়িয়ে পড়লে সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে সব ফ্লাইট বাতিল করা হয়। তবে অনুসন্ধান চালিয়ে গুলি ছোঁড়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়, গুলির খবর পাওয়ার পর বিমানবন্দরের প্রতি তলা ও সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পরও বিমানবন্দরের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। বিমানবন্দরমুখী রাস্তাগুলোও বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে এ ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি