ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট করেছে এনআরবি গ্লোবাল ব্যাংক

প্রকাশিত : ১৫:৪০, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪০, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দক্ষ ও আধুনিক মানব সম্পদ তৈরীর উদ্দেশ্যে নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট করেছে এনআরবি গ্লোবাল ব্যাংক। রোববার সকালে রাজধানীর পান্থপথে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। একই সাথে ফাউন্ডেশন ট্রেনিং কোর্সেরও  উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। ইনস্টিটিউট ও ট্রেনিং এর উদ্বোধনী অন্ধুসঢ়;ষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রেনিং এর মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের উৎকর্ষ ব্যাংকিং সেবা করবে বলে আশা করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি