ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত

প্রকাশিত : ০৯:১৫, ১০ মে ২০১৬ | আপডেট: ০৯:১৫, ১০ মে ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার একটি প্রক্রিয়াই এখন বাকী। নিজামী প্রাণভিক্ষা না চাইলে, অথবা রাষ্ট্রপতি প্রাণভিক্ষা না দিলে সরকারের নির্বাহী আদেশে যে কোন মুহুর্তে তার ফাঁসি কার্যকর করা হবে। এ’লক্ষে সব ধরণের প্রস্তুতি নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। কলঙ্ক মোচনের পথে আরেক ধাপ এগুচ্ছে দেশ। মানবতা বিরোধী অপরাধী জামায়াতের আমির, একাত্তরে আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। কারাসূত্র বলছে, প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ, তৈরি জল্লাদরাও। সোমবার প্রকাশ করা হয় মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিষ্ট্রার কেশব রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রায়ের কপি কারাগারে নিয়ে যান। রায়ের কপি গ্রহণ করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর। পরে রজনীগন্ধা ভবনে কনডেম সেলের ৭ নম্বর কক্ষে থাকা নিজামীকে রায় পড়ে শোনানো হয়। একইসঙ্গে করা হয় স্বাস্থ্য পরীক্ষা। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, সারাদেশেই সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি