ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজামীর মৃত্যুদন্ড বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত : ১৬:২১, ৬ মে ২০১৬ | আপডেট: ১৬:২১, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড সর্বোচ্চ আদালতে বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন। রিভিউ আবেদন খারিজের পরপরই নগরীর চেরাগী পাহাড় চত্বর থেকে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় ঘুরে আবারও চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ’সময় সর্বোচ্চ আদালত মতিউর রহমান নিজামীর সাজা বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়। এদিকে, রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নগরীতে আনন্দ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখানে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি