নিম্নচাপটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে
প্রকাশিত : ১১:৫৭, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৭, ৪ নভেম্বর ২০১৬
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে যাবে। এর ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন