নিম্মচাপের প্রভাবে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন
প্রকাশিত : ১৭:৫১, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫১, ২৮ অক্টোবর ২০১৬
পশ্চিম মধ্যম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্মচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন।
নিম্মচাপের প্রভাবে বিকেলে নগরীতে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে নগরীতে যানচলাচল কমে যায়। এসময় দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্মচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন