ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

নির্ধারিত মূল্যের কেনাকাটায় দেয়া হচ্ছে লোভনীয় উপহারের পসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৩:০৭, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদে অভিজাত বিপনী বিতানগুলোতে নির্ধারিত মূল্যের কেনাকাটায় ক্রেতাদের সামনে তুলে ধরা হচ্ছে লোভনীয় উপহারের পসড়া। প্রতি ১শ স্ক্র্যাচ কার্ডের জন্য দোকানীদের গুনতে হচ্ছে ৮শ টাকা। আর প্রতি হাজার টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন একটি কার্ড। তবে প্রায় ৯৫ শতাংশ কার্ডেই নিরাশ হচ্ছেন ক্রেতারা। 

প্রতিবছরই ঈদে নির্ধারিত মূল্যের কেনাকাটায় মূল্যছাড়ের সুযোগ থাকে। সেই সাথে কেনাকাটায় বাড়তি উৎসাহ যোগায় লটারী কিংবা স্ক্র্যাচ কার্ড ঘষে লোভনীয় পুরস্কারের হাতছানি।

বিপনী বিতানেই সাজানো থাকে এসব দামী পুরস্কার। তবে ক্রেতারা ভীষন হতাশ। কেনাকাটা করে হাতে নিচ্ছেন ২০ টির বেশি কার্ড, আর ঘষে ঘষেই ক্লান্ত।

দোকানীরাও ওই কার্ড কর্তৃপক্ষের কাছ থেকে কিনে বিনামূল্যেই দিচ্ছেন ক্রেতাদের।

উপহারের হাতছানীতে বেচাবিক্রি বেশি হয়, এমনও না।

পুরস্কারের সংখ্যা শ খানেক। আর স্ক্র্যাচ কার্ড কয়েক কোটি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি