ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নির্বাচন কমিশন গঠনের আগে একটি আইন করার প্রস্তাব

প্রকাশিত : ১৮:৫৭, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের আগে একটি আইন করার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।  রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ নিয়ে রাউন্ড টেবিল অলোলাচনায় তারা আরো বলেন, নইলে আগামী নির্বাচনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। আর বিরোধী দলের নেতারা জাতীয় ঐক্যের দাবি জানালেও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংবিধানের ভেতরে থেকেই গঠন করা হবে নির্বাচন কমিশন। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় গঠন করা যেতে পারে, তা নিয়েই  ‘ইলেকশন ওয়াকিং গ্র“পের’ এই অলোচনা। এতে অংশ নেন বিশিষ্ট নাগরিকরা। তাদের সামনে ভবিষ্যৎ কমিশন গঠন নিয়ে বেশকিছু প্রস্তাব উত্থাপন করেন ইলেকশন ওয়াকিং গ্র“পের পরিচালক আবদুল আলীম। সেসব প্রস্তাবনার উপর মতামত দিয়ে বিশিষ্টজনেরা বলেন, সবদলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি আইনের আওতায় কমিশন গঠন করতে হবে। নইলে নিরপেক্ষতার প্রশ্নে বিব্রত হতে পারেন নতুন নিয়োগপ্রাপ্তরা। বক্তারা বলেন, শুধুমাত্র নিরপেক্ষ ব্যক্তি দিয়ে কমিশন গঠন করলেই হবে না।  তাদের নির্বাহী ক্ষমতা বাড়াতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টিসহ রাজনৈতিক দলের নেতারা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের দাবি জানান। তবে, সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করবেন বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি