ঢাকা, বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩২, ১৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এ ক্ষেত্রে তাদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রন্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং নির্বাচন প্রক্রিয়ার সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে, আমরা আশা করি বিশ্বজুড়ে নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম তাদের সুবিধামত আমাদের স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’

সে অনুযায়ী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশী গণমাধ্যমকে আসন্ন গণভোট এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশী গণমাধ্যম নীতিমালা ২০২৫- এর ২.৩, ২.৪, ২.৫, ২.৬ এবং ৩.১ অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আবেদন করতে ১৭ জানুয়ারি ২০২৬- এর মধ্যে আমন্ত্রণ জানানো হয়।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশী গণমাধ্যম নীতিমালা ২০২৫ ও আবেদন ফরম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

যেকোনো জিজ্ঞাসার জন্য ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে ইমেইল (dirpr@ecs.gov.bd) অথবা হোয়াটস অ্যাপ নাম্বারে (+৮৮০১৭১৫২৯৫০৪৬) এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি