ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

নির্মাণাধীন বিভিন্ন ফ্লাইওভারে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহবান

প্রকাশিত : ১৭:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জনস্বার্থে চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন বিভিন্ন ফ্লাইওভারে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি। এসময় উপ কমিটির অন্যান্য সদস্যরা বলেন, ফ্লাইভার এবং এলিভেটেট এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে চট্টগ্রাম নগরীর দৃশ্যপট পাল্টে যাবে। সভা শেষে কমিটির সদস্যরা মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি