ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নির্যাতনের শিকার শিশুর ক্ষত শুকাতে সময় লাগবে

প্রকাশিত : ১৬:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নির্যাতনের শিকার শিশু জান্নাতুল ফেরদৌসের শারীরিক ক্ষত শুকাতে সময় লাগবে।  মানসিকভাবেও শিশুটি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে জান্নাতকে নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক গৃহকর্তী মনি বেগমকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সারা শরীরে বর্বর আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশু জান্নাতুল ফেরদৌস। অভাবের সংসারে বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করতে দিয়েছিলেন জান্নাতের বাবা-মা। গাজীপুরে ওমর ফারুক ও মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত জান্নাত। বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ শিশুটিকে এভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার জান্নাতকে প্রথমে চাঁদপুরের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছে। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির প্রতিবেশী চাঁদপুরের হাইমচরের শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের পশ্চিম বুরুলিয়া থেকে গৃহকর্তা ওমর ফারুকসহ ২ জনকে গ্রেফতার করা হয়। পলাতক রয়েছেন গৃহকর্তী মনি বেগম। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জান্নাতের বাবা-মায়ের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি