ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

নীলফামারীতে নতুন করে তৎপর হওয়ার চেষ্টা জেএমবির জঙ্গিদের

প্রকাশিত : ১০:০৫, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১০:০৫, ২১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নীলফামারীতে নতুন করে তৎপর হওয়ার চেষ্টা করছে জেএমবির জঙ্গিরা। গেল এক মাসে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সংগঠনটির ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। আটককৃতদের স্বীকারোক্তিমুলক জবানবন্দীর উপর ভিত্তি করে জেএমবির কার্যক্রমের অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ২০০৮ সালে সারাদেশে একযোগে নাশকতার ঘটনায় নীলফামারী পুলিশ ৩০ জঙ্গিকে চিহ্নিত করে তাদের নামে মামলা করে। কয়েকজন ধরা পড়লেও বাকীরা রয়ে যায় ধরা ছোয়ার বাইরে। সাম্প্রতিক সময়ে শিক্ষক হত্যা, পুলিশের উপর হামলাসহ বেশ কিছু তৎপরতাও চালিয়েছে জেএমবি সদস্যরা। নতুন করে সংঘবদ্ধ হয়ে তৎপরতা শুরু করে জঙ্গিরা। এ কারণে কিছুটা উদ্বেগের মধ্যে আছে পুলিশ বাহিনীও। তবে গেল এক মাসে জেএমবির সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দারা। পুলিশ বলছে, বড় নাশকতা পরিকল্পনা ছিল তাদের। আটককৃত জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদে অন্যান্যদের বিষয়ে তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সার্বিক নজরদারিও বাড়ানো হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি