ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

নুসরাতের ভাইকে চাকরি দিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক

প্রকাশিত : ২৩:৩৮, ১৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ২৩:৫৭, ১৫ এপ্রিল ২০১৯

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে নিহত নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB Global Bank-এ চাকরি দিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এ চাকরি দেওয়া হয়।

যৌন হয়রানীর প্রতিবাদকারী সদ্য প্রয়াত নুসরাত জাহান রাফি’র পরিবার আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন। নুসরাতের মা শিরিনা আক্তার, বাবা এ কে এম মুসা, ভাই নোমান ও রায়হান’কে নুসরাত হত্যার শান্তনা ও বিচারের নিশ্চয়তা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি নুসরাতের ভাই নোমানের হাতে NRB Global Bank –এ ’ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

এসময় প্রধানমন্ত্রী, NRB Global Bank-এর চেয়ারম্যান নিজাম চৌধুরী’কে নির্দেশ দেন নুসরাতের ছোটভাই রায়হানের লেখা- পড়ার দিকেও খেয়াল রাখতে।

নিজাম চৌধুরী প্রধানমন্ত্রীর নির্দেশ সানন্দে গ্রহণ করেন এবং ভবিষ্যতে ছোট ভাই রায়হানকেও চাকরি দেয়ার নিশ্চয়তা প্রদান করেন।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।

অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নুসরাত। এরপর গত ৬ এপ্রিল এইচএসসি সমমানের আলিম পরীক্ষা দিতে গেলে তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দেওয়া হয়। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুসরাত।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি