ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

নূরের ওপর নৃশংস হামলা কাঙিক্ষত নয় : মানববন্ধনে বক্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকরা।

আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে নূরের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম মাহবুব বলেন, ভিন্ন মত থাকতে পারে। কিন্তু ছাত্রদের ওপর এরকম নৃশংস হামলা কাঙিক্ষত নয়।

তিনি বলেন, এখানে আমরা মানববন্ধন করতে এসেছি কিন্তু এতেও কিছু লোক হুমকি ধামকি দিচ্ছে। তারা বলছে যে ছবি তুলে রাখলাম, এর ফল ভালো হবে না।

তিনি আরও বলেন, ছাত্রদেরকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

কারা হুমকি দিয়েছে জানতে চাইলে এই শিক্ষক বলেন, আমাদের থেকে আপনারাই ভালো জানেন। তাদের গায়ে কোনো ট্যাগ লাগানো ছিল না। কিন্তু তারা হুমকি দিয়েছে।

মানববন্ধনে বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এসময় পরিষদের যুগ্ম আহবায়ক নূরকে বেধরক মারধর করা হয়।

 টিআর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি