ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নেইমারের অভিষেক হচ্ছে না পিএসজির জার্সিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫১, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মাত্র দুই দিন আগে বৃহস্পতিবারই নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে পিএসজি। একদিন পর শুক্রবার এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে ১০ নম্বর জার্সিতে পরিচয় করিয়ে দেয় ফরাসি ক্লাবটি। শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের এবারের মৌসুমের প্রথম দিন নেইমারের অভিষেক হবে বলেই মনে হচ্ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ট্রান্সফারের কাগজপত্র জমা না দেয়ায় শনিবার পিএসজির হয়ে অভিষেক হচ্ছে না বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলারের।

অথচ শতাব্দীর সেরা ট্রান্সফারের মাধ্যমে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড মূল্যে নেইমারকে কিনে নেয় পিএসজি। ফরাসি ক্লাবটিতে বার্ষিক ৪৫ মিলিয়ন ইউরো আয় করবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

ফরাসি লিগ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, নেইমারের আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট শুক্রবার রাতে চূড়ান্ত সময়সীমার মধ্যেও পৌঁছায়নি। যে কারণে বাংলাদেশ সময় শনিবার সোয়া নয়টায় শুরু হওয়া এমিয়েঁর বিপক্ষে পিএসজির ম্যাচটি গ্যালারিতে বসেই দেখতে হবে নেইমারকে।

তবে ম্যাচের আগে ঠিকই নেইমারকে পরিচয় করিয়ে দেবে পিএসজি। নেইমারের পরিচিতি অনুষ্ঠানের জন্য এরইমধ্যে প্যারিস সেজেছে  আপন সাজে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি