ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নেইমারের জন্য মেসির শুভকামনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৪১, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বার্সেলোনায় আসার অল্প দিনের মধ্যেই লিওনেল মেসির সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠে নেইমারের আর মাঠ এবং মাঠের বাইরেও তাদের মধ্যে বোঝাপড়াটা ছিল চমৎকার তাই প্রিয় বন্ধু সতীর্থকে বিদায় বেলায় শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি

নেইমারের চুক্তি অনুযায়ী এখনও তিনি বার্সেলোনায় আছেন। তবে পিএসজির আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ক্যাম্প ন্যু ছাড়ার অনুমতি দিয়ে দিয়েছে কাতালান ক্লাব কর্তৃপক্ষ। এর আগে গতকাল বুধবার দলের অনুশীলনে এসে সতীর্থদেরকে নেইমার জানান, বার্সেলোনা ছাড়তে চান তিনি।

এরপর মেসি নেইমারের সঙ্গে অনুশীলন ও খেলার মাঠের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে একটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেন। ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘বন্ধু তোমার সঙ্গে বছরগুলো কাটানো ছিল অনেক আনন্দের। জীবনের নতুন ধাপে তোমাকে শুভকামনা জানাই।’

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে এই চার বছরে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জিতেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তার ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে দলে টানতে যাচ্ছে ফরাসি ক্লাবটি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি