ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

নেতানিয়াহুর হামলার জবাব: কি বলছে ইরান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:২৯, ৩০ আগস্ট ২০১৮

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন হুমকির পর ইরানও পাল্টা হুশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, যেখানে তেহরান পরমাণু অস্ত্রের মতো মরণঘাতী অস্ত্র রাখে না, সেখানে হামলার হুমকি দেওয়া যুদ্ধংদেহী আচরণ। আর তা কখনো ইরান মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি।

জাভেদ জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি ঔদ্ধত্য ও নির্লজ্জতার সব সীমা-পরিসীমা লঙ্ঘন করেছে। জারিফ গতরাতে এক টুইটে লিখেন, ইরান কোনো পরমাণু অস্ত্র রাখে না। কিন্তু যাদের পরমাণু অস্ত্র রয়েছে, তারা আমাদের হুমকি দিচ্ছে। এমন আচরণ মেনে নেওয়া হবে না।

এর আগে পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জারিফ এক টুইটে লিখেছেন, পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। কিন্তু এ অঞ্চলে এখনও পরমাণু বোমা মজুদ করে রেখেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল।

সূত্র: পার্সটুড
এমজে


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি