ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নেত্রকোণায় গণহত্যার ১৫টি বধ্যভূমি অরক্ষিত অবস্থায় পড়ে আছে

প্রকাশিত : ১১:২০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১১:২০, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

নেত্রকোণায় শিক্ষাবিদ-বুদ্ধিজীবীসহ কয়েক হাজার মুক্তিকামী জনতাকে গণহত্যার ১৫টি বধ্যভূমি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়েও সরকারি-বেসরকারিভাবে বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে রয়েছে ক্ষোভ। একাত্তরের ২৯ এপ্রিল পাকিস্তানী সেনারা নেত্রকোণায় প্রবেশ করেই, তাদের এদেশীয় দালাল-দোসরদের নিয়ে তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ে বসে হত্যাযজ্ঞের নীল নকশা তৈরী করে। এরপর পর্যায়ক্রমে নেত্রকোণার ত্রিমোহনী ব্রিজ, মোক্তারপাড়া ব্রিজ, দূর্গাপুরের বিরিশিরিসহ অন্তত ১৫টি স্থানে নির্বিচারে গণহত্যা চালানো হয়। এতো বছরেও বধ্যভূমিগুলো সংরক্ষিত না হওয়ায় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছেনা বলে মনে করেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বর্তমান সরকারের আমলেই বধ্যভূমিগুলো সংরক্ষনের ব্যবস্থা করা হবে- জানিয়েছেন নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি