ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নেপালে ভূমিধসে নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে ভূমিধসে সাত শিশু ও এক নারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সোমবার নেপাল কর্তৃপক্ষ টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার কারণে আরও ভূমিধসের আশঙ্কায় সতকর্তা জারি করেছে।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩০০ কিলোমিটার দূরে ভেরি শহরে প্রবল বর্ষণেও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। এখনও নিখোঁজ রয়েছে এক বালক।

ভেরি শহরের একজন ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা কৃষ্ণা প্রসাদ খাদিওয়াদা গণমাধ্যমকে বলেন, উদ্ধারকর্মীরা কাদার মধ্যে কাজ করছে। ১২ বছর বয়সী এক বালক এখনও নিখোঁজ রয়েছে। তাকে খুঁজছেন উদ্ধারকর্মীরা। নিহত শিশুদের বয়স তিন থেকে ১১ বছর।

সাধারণত নেপালের পাহাড়ি অঞ্চলগুলোতে জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমের বৃষ্টিতে বন্যা ও ভূমিধস হয়ে থাকে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি