ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

নেপোলি থেকে জুভেন্টাসে যোগ দিলেন গঞ্জালো হিগুয়েইন

প্রকাশিত : ১৬:৫০, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫০, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইতালির ফুটবলে ট্রান্সফারের নতুন রেকর্ড গড়ে নেপোলি থেকে জুভেন্টাসে যোগ দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। চার বছরের জন্য জুভেন্টাসের হয়ে খেলবেন তিনি। রিলিজ ক্লজ হিসেবে জুভেন্টাসের খরচ করতে হয়েছে ৯ কোটি ইউরো। যা দলবদেলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। ইতালিয়ান গণমাধ্যমগুলোর মতে, মৌসুমে ৭৫ লাখ ডলার করে পাবেন হিগুয়েইন। ২৮ বছর বয়সী হিগুয়েইন গত মৌসুমে সিরি এ’তে ৩৫টি ম্যাচ খেলে ৩৬টি গোল করে নোপোলিকে রানার্সআপ করতে বড় ভুমিকা রাখেন ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি