ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নৌ-বাহিনীর বহরে যুক্ত হলো সাবমেরিন জয়যাত্রা ও নবযাত্রা

প্রকাশিত : ১৪:১৩, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:১১, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ নৌ বাহিনীর বহরে যুক্ত হলো সাবমেরিন জয়যাত্রা ও নবযাত্রা। এর মাধ্যমে নৌবাহিনী ত্রি-মাত্রিক বাহিনীতে পরিণত হলো। আনুষ্ঠানিক কমিশনিংয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবে কেউ আক্রমণ করলে জবাব দিতে যা যা করা করা দরকার সব কিছুই করা হবে। বাংলাদেশের ভূ-খন্ড কাউকে অন্যায় কাজে ব্যবহার করতে দেয়া হবে না। দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো দুটি সাবমেরিন বা ডুবো জাহাজ। এরমাধ্যমে সক্ষমতা বাড়লো নৌবাহিনীর, পরিণত হলো ত্রিমাত্রিক বাহিনীতে। চীন থেকে দেড় হাজার কোটি টাকায় কেনা সাবমেরিন জয়যাত্র ও নবযাত্রার সর্বোচ্চ গতিবেগ ১৭ নটিক্যাল মাইল। ৭৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের দুটি সাবমেরিনই টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত। যা শত্র“পক্ষের যুদ্ধ ও ডুবো জাহাজে আক্রমণ চালাতে সক্ষম। জয়যাত্র ও নবযাত্রার কমিশনিং উপলক্ষে চট্টগ্রামের ঈশা খাাঁ নৌঘাটিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন তিনি। পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকেই সরকার সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার চেষ্টা করছে। সব দেশের সাথেই সুসম্পর্ক থাকবে, তবে যদি কেউ আক্রমণ করে তার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ ও সমুদ্র সীমানার নিরাপত্তায় নৌ বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবমেরিন জয়যাত্রা ও নবযাত্রা পরিদর্শণ করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি