ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’ দেশে ফিরেছে

প্রকাশিত : ১৫:০২, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০২, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চট্টগ্রামে নেভাল জেটিতে পৌঁছালে নৌ বাহিনীর রীতি অনুযায়ী জাহাজটিকে স্বাগত জানানো হয়। এ’সময় নৌ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই মহড়ায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২১টি দেশের যুদ্ধজাহাজ অংশ নেয়। এই মহড়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনী হিসাবে গড়ে উঠবে বলে মনে করেন কর্মকর্তারা। গেলো ৪ এপ্রিল আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে যুদ্ধ জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি