ন্যায়পাল নিয়োগের বিকল্প নেই: সিপিডি
প্রকাশিত : ১৪:৫৯, ১৭ জানুয়ারি ২০২৪

দুর্নীতি দমনে এখনই স্বাধীন ন্যায়পাল নিয়োগ করা প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি।
বুধবার বাংলাদেশ বিজনেস ইনভায়ারমেন্ট ২০২৩’র প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানায় সংস্থাটি।
সিপিডি বলছে, তাদের চালানো জরিপে ব্যবসায়ীরা দুর্নীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। আওয়ামী লীগের সব শেষ নির্বাচনী ইশতেহারেও দুর্নীতি দমনের দৃঢ় অঙ্গীকার করা হয়েছে।
তার বাস্তবায়ন করতে চাইলে এখন ন্যায়পাল নিয়োগের বিকল্প নেই বলে জানায় সংস্থাটি।
এএইচ
আরও পড়ুন