ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

নড়াইলে কাঁঠালের ভালো ফলন

প্রকাশিত : ১০:১৮, ১৮ জুলাই ২০১৬ | আপডেট: ১০:১৮, ১৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নড়াইলে এ বছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। আর দামও কিছুটা কম বলে বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে কাঁঠাল বেচাকেনা। নড়াইলের কাঁঠাল নৌপথে যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়। রসালো ফল হিসেবে কাঁঠালের কদর সব বয়সীদের কাছে। নড়াইলের মাটি কাঁঠাল চাষের উপযোগী হওয়ায় বসতবাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে এবং রাস্তার পাশে লাগানো হয়েছে কাঁঠাল গাছ। এ বছর ভালো ফলন পাওয়ায় খুশি মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন হাটবাজার থেকে কাঁঠাল কিনে নৌপথে ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন এখানকার কাঁঠাল। চলতি মৌসুমে নড়াইলে আড়াইশ’ হেক্টর জমিতে কাঁঠাল হয়েছে। ফলন হয়েছে ২ হাজার ৫’শ মেট্রিক টন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি