নয়াদিল্লিতে আজ লর্ড কারলাইলের সংবাদ সম্মেলন
প্রকাশিত : ০৭:৫১, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৪৮, ১২ জুলাই ২০১৮

ভারতের রাজধানী নয়াদিল্লির নিউ মেরিডিয়েন হোটেলে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়ার বিদেশি আইনজীবী লর্ড কারলাইল। এর আগে দিল্লির মথুরা রোডের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) বিতর্কিত এই ব্রিটিশ আইনজীবী সংবাদ সম্মেলন করতে চাইলেও তা বাতিল করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল এরই মধ্যে নয়াদিল্লি পৌঁছেছে বলে জানা গেছে। এর মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির রয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে কেউ তাদের ভারত যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
নানা বিতর্কের জন্ম দেওয়া লর্ড কারলাইল গত সপ্তাহে জানিয়েছিলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে, তা ব্যাখ্যা করতে তিনি দিল্লি আসবেন। এই সংবাদ সম্মেলন ঢাকায় করার ইচ্ছা থাকলেও ভিসা জটিলতায় তা করতে পারেননি।
এসএ/
আরও পড়ুন