পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:১৫, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১৫, ৫ ডিসেম্বর ২০১৬
গণভোটে হেরে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও রেনজি। আর ব্যক্তিগত কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।
সংবিধান সংস্কারে অনুষ্ঠিত গণভোটে হেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন ইতালির প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার মাত্র আড়াই বছরের মাথায় পদত্যাগ করলেন তিনি। অন্যদিকে ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এর মধ্য দিয়ে আট বছরের শাসনের অবসান হচ্ছে জন কি’র।
আরও পড়ুন