ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পদ্মভূষণ পুরস্কারে ভূষিত ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ ২০১৮ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। এর আগে ভারতের সাবেক সফলতম এই অধিনায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পদ্মভূষণের জন্য মনোনিত করা হয়। তিনি ভারতের ১১ তম ক্রিকেটার হিসেবে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন।
ধোনি ছাড়াও ক্রীড়া ক্ষেত্রে এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে চমক দেখানো পঙ্কজ আদভানি পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। সোমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে মাহেন্দ্র সিং ধোনি ও পঙ্কজ আদভানির হাতে পদ্মভূষণ পুরস্কার তুলে দেন ভারতের ক্রীড়া মন্ত্রী বিজয় গোয়েল।
আদভানি বিলিয়ার্ড খেলে মোট ১৯ টি শিরোপা জিতেছেন। এছাড়া ধোনি ভারতকে এনে দিয়েছেন তিনটি বৈশ্বিক শিরোপা। ভারতের ক্রীড়া ক্ষেত্রে তাদের এই অসামান্য অবদানের জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছেন। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি