ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে নৌ চলাচলে বিঘ্ন

প্রকাশিত : ০৯:৩১, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৩১, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জে মাওয়ার শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে। ১৭টি ফেরি থাকলেও বর্তমানে ১৩টি দিয়ে চলছে যানবাহন পারাপার। স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগায় দুইপাড়ে বেড়েছে যানজট। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। সেই সাথে তীব্র স্রোত। এ’কারণে বিঘœ ঘটছে নৌযান চলাচলে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দী রুটে ফেরিতে যানবাহন পারাপারে সময়ও লাগছে বেশি। দুইপাড়ে সৃষ্টি হচ্ছে যানজট। প্রতিদিন ৩ থেকে ৪শ’ ট্রাক থাকে পারাপারের অপেক্ষায়। ফেরিতে সিরিয়াল পেতেও সময় লাগে ৩ থেকে ৪ দিন। ফেরী কম থাকায় পারাপারের জন্য ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তীব্র স্রোতের কারণে ফেরি চালাতে হিমসিম খাচ্ছেন চালকরাও। এদিকে, যানজটের সুযোগে আটকেপড়া ট্রাক পারাপারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে, অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি