ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

পদ্মা ব্যাংক ও আলাউনেহ‌্ এক্সচেঞ্জ`র মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ২১:০৮, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

জর্ডান এবং প্রতিবেশী দেশগুলোর প্রবাসী বাঙ্গালীদের টাকা লেনদেন আরো দ্রুত এবং নিরাপদ করতে জর্ডানের জনপ্রিয় আলাউনেহ্ এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড।

বুধবার (২২ মে) পদ্মা ব্যাংকের গুলশানস্থ করর্পোরেট হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পদ্মা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এহসান খসরু এবং আলাউনেহ্ এক্সচেঞ্জ কোম্পানির পক্ষ থেকে নজরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। ‌

এই চুক্তির আওতায় জর্ডানের প্রবাসী বাঙ্গালিরা নগদ লেনদেনের সুবিধা পাবেন। স্বল্প সময়ে ও দ্রুততার সাথে দেশে টাকা পাঠাতে পারবেন। এছাড়া পদ্মা ব্যাংকের প্রবাসী এক্সেল একাউন্টের সুবিধাও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি