ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

পবিত্র শবে কদর আজ

প্রকাশিত : ০৮:৩৮, ২ জুলাই ২০১৬ | আপডেট: ০৮:৩৮, ২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পবিত্র শবে কদর আজ। মহিমান্বিত এ রাতে অবতীর্ণ হয় পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন। হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ এ রাতে, আল্লার সন্তুষ্টি অর্জন এবং পূণ্যের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করেন মুসলমানরা। কদর শব্দের অর্থ সম্মানিত বা মহিমান্বিত; আর শবে কদর মানে মহিমান্বিত রাত। এ রাতের ইবাদত হাজার মাসের চেয়েও অধিক উত্তম- বলা হয়েছে আল কুরআনে। মহিমান্বিত এ রাতটি রমজান মাসের ঠিক কোন তারিখে, তা নিয়ে মতভেদ থাকলেও, ২৬ রমজান দিবাগত রাতকেই মূলত শবে কদর হিসেবে বিবেচনা করা হয়। ৬১০ হিজরীতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় শবে কদরের রাতে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআনের কিছু অংশ অবতীর্ণ হয়। পরে ২৩ বছর ধরে ক্রমান্বয়ে আল কোরআনের পুরোটা অবতীর্ণ হয়। পবিত্র এ রাতে পরকালে মুক্তির জন্য কুরআন তেলাওয়াতসহ ইবাদাত-বন্দেগীর আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। ক্ষনিকের জীবনে অধিক পূণ্য অর্জনের জন্য শবে কদর উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত বলে জানান ইসলামী চিন্তাবিদরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি