ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পবিপ্রবি`র নতুন রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২১, ১৯ মে ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

পবিপ্রবি'র নবনিযুক্ত উপাচার্য ও সদ্য সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস-আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

ড. কামরুল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি টানা দুই মেয়াদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

উল্লেখ্য, এর আগে নবনিযুক্ত রেজিস্টার ড. মো. কামরুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা, কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার, উপাচার্যের পিএস, তথ্য প্রদানকারী ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ নানা দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি