ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ক্লাসে ফিরছেন পবিপ্রবি শিক্ষকরা

পবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৪:৪৪, ১২ মার্চ ২০২০

টানা ২৩ দিন আন্দোলনের পর ক্লাসে ফিরছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া শিক্ষক সমিতির সভায় চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শিক্ষকরা। 

পবিপ্রবি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘র‌্যাগিং ও শিক্ষকদের অবরুদ্ধ করার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়া পদক্ষেপে শিক্ষকরা সন্তুষ্ট হওয়ায় চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি র‌্যাগিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৭ ফেব্রুয়ারি ঐ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অর্ধশতাধিক শিক্ষকদের প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। 

ঘটনার প্রেক্ষিতে অবরুদ্ধ অবস্থায়ই এক জরুরি বৈঠকে বসে শিক্ষক সমিতি। বৈঠক শেষে শিক্ষকগণ র‌্যাগিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি বহাল রাখাসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন।

এআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি