ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

পরকীয়ার জের ধরে যুবক খুন, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ২১ নভেম্বর ২০২১ | আপডেট: ২২:৫৬, ২১ নভেম্বর ২০২১

ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী

Ekushey Television Ltd.

নওগাঁর পোরশায় পরকীয়ার জের ধরে এক যুবক প্রেমিকার হাতে খুন হয়েছে। নিহতের নাম আল আমিন রহমান (২৬)। উপজেলার ছাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক বাড়ি থেকে নিখোঁজের ৪দিন পর শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত আল আমিন পাশের পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের শিবপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এই হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আল আমিনের প্রেমিকা শাকিলা বেগম (২৩) ও তার স্বামী আরশ মওলা (২৯)কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের মা শায়লা খাতুন বাদী হয়ে শনিবার রাতেই পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে রোববার সকালে গ্রেপ্তার দু'জনকে আদালতে সোর্পদ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ। ওইদিন বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

জানা গেছে, নওগাঁর পোরশা উপজেলার ছাতোয়া গ্রামের আনারুল ইসলামরে মেয়ে শাকিলা বেগম এর প্রায় ৪ বছর আগে জেলার মান্দা উপজেলার পার-এনায়েতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে আরশ মওলার সাথে বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। বিয়ের দুই বছর পর শাকিলা আল আমিনের সাথে মোবাইলে পরিচয় হয়। পরিচয় থেকে তারা পরকিয়ায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায় শাকিলা মান্দার শ্বশুরবাড়ি থেকে স্বামীকে নিয়ে পোরশায় পিতার বাড়িতে যায়। এরই সূত্র ধরে গত ১৫ নভেম্বর রাতে ছাতোয়া গ্রামে আল আমিনকে ডেকে নেয় শাকিলা। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে নিহত আল আমিনের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১৫ নভেম্বর রাতে আল-আমিন তার বন্ধু পোরশা উপজেলার মুরশিদপুর ইউনিয়নের মেকারপাড়া গ্রামের রহমত আলীর ছেলে মঞ্জুরুল ইসলামের সাথে শাকিলার বাড়ির পাশে যায়। এসময় আল-আমিনের বন্ধু তাকে সেখানে রেখে চলে আসে। এরপর থেকে আল-আমিনকে খুঁজে না পেয়ে ১৯ নভেম্বর আল আমিনের পরিবার পোরশা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্ত করতে গিয়ে গত শনিবার পুলিশ শাকিলা ও তার স্বামী আরস মওলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শাকিলার বাবার বাড়ির পাশের প্রায় দেড় কিলোমিটার দূরে একটি ধানক্ষেত থেকে আল-আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন বলেন পরকিয়া প্রেমের জের ধরে শাকিলা আল আমিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার পর লাশ ধান ক্ষেতে ফেলে রাখে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং আর এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি