ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

পরিবহন ধর্মঘটের নামে তাণ্ডব এবং গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় ৭ জনকে একদিন করে রিমান্ডে

প্রকাশিত : ১৯:৩৬, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ২ মার্চ ২০১৭

পরিবহন ধর্মঘটের নামে তাণ্ডব চালানো এবং রাজধানীর গাবতলীতে পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ৭ জনকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। ওই ঘটনায় বুধবার রাতে তিনটি মামলা হয় রাজধানীর দারুস সালাম থানায়। এতে ৪৮ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে ১২শ’ জনকে। ট্রাক চাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের মৃত্যুদণ্ড এবং চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহত হওয়ার মামলায় বাস চালককে কারাদণ্ড দিলে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাজধানীর গাবতলীতে ব্যাপক তাণ্ডব চালায় তারা। আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়ীতে। ওই ঘটনায় গ্রেফতার সাতজনকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানালে, বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বুধবার রাতে পরিবহন শ্রমিকদের নামে দারুস সালাম থানায় ৩টি মামলা দায়ের করেন দুই পুলিশ সদস‌্য‌ এবং ক্ষতিগ্রস্ত এক নারী। পুলিশ জানায়, তিন মামলায় ১২০০ জনকে আসামি করা হয়েছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি