ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পরীক্ষানিয়ন্ত্রকের অপসারনের দাবীতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৮:১১, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১১, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসানের অপসারনের দাবীতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করছে শিক্ষক সমিতি। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির খাগড়াছড়ি শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষার ফল বিপর্যয়ের জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান দায়ী। তার অদক্ষতার কারণে ৫১ হাজার পরিক্ষার্থীর নম্বরের তারতম্য হলেও তা সংযোজন করা হয়না বলে অভিযোগ করেন শিক্ষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি