ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পর্যটক নিষিদ্ধ করেছে মালয়েশিয়ার একটি মসজিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ২৬ জুন ২০১৮

মালয়েশিয়ার একটি মসজিদের সামনে দুইজন পর্যটক নাচ করছেন এমন একটি ভিডিও শেয়ার করার পর মসজিদ কর্তৃপক্ষ পর্যটকদের সেখান পরিদর্শন নিষিদ্ধ করেছে।

দুইজন নারী ছোট পোশাক পরে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের একটি ছোট দেয়ালে নাচ করছিল।

মসজিদটি বোর্নিও দ্বীপে অবস্থিত। দেশটির কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের পরিচয় জানার। তবে তাদের দেখে পূর্ব এশিয়ার নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। ফেসবুকে এই নাচের ফুটেজ দুই লক্ষ ৭০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে।

সাবাহ স্টেটের পর্যটন মন্ত্রী বলেছেন, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি শ্রদ্ধার ঘাটতি দেখা গেছে ভিডিওটিতে।

রোববার মসজিদের চেয়ারম্যান বলেছেন, গণ-পরিবহন যেগুলো পর্যটকদের বহন করে সেগুলো মসজিদের চত্বরে ঢুকতে দেওয়া হবে না।

কিন্তু তিনি এটাও বলেন, এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় তার জন্য ট্যুর এজেন্সিগুলোর সঙ্গে আরো আলোচনা করতে হবে।

মালয়েশিয়ার মসজিদ পরিদর্শনের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের জন্য শরীর আবৃত করে যাওয়ার নির্দেশনা দেওয়া আছে।

তবে এটাই সাবাহ স্টেটে প্রথম ঘটনা নয়, এর আগেও বিদেশি পর্যটকরা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার জন্য বিপাকে পরেছেন।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি